Latest Notice

Institute History

ব্রহ্মপুত্র নদ বিধৌত ২১ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত বিস্তির্ণ জনপদ নিয়ে এবং হযরত শাহজামাল (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত জামালপুর মহকুমায় নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার   উদ্যোগ

 নিয়ে তৎকালীন মহকুমা প্রশাসক জনাব কাজী শামসুল আলম শহরের গণ্য মান্য ও বিদ্যুসাহী ব্যক্তি বর্গের সমন্বয়ে ১৯৬৭ সালের ৯ জুন স্থানীয় গৌরিপুর কাচারী মাঠে এক সভা আহবান করেন। উক্ত সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যুসাহী ব্যক্তি বর্গের সহযোগিতায় একটি কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। কলেজটি টিনের চালা ঘরে শিক্ষা কার্যক্রম শুরু করলেও অল্প দিনের মধ্যেই মহকুমার নারী শিক্ষার্থীদের মধ্যেব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে । পরবর্তী কালে ০১/০৩/১৯৮০ খ্রিষ্টাব্দে কলেজটি জাতীয়কর

ণ কর হয়। বর্তমানে জামালপুর জেলার একমাত্র সরকারি কলেজ হিসেবে এটি অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে পরিচালিত হচ্ছ। ক

লেজটির মোট জমির পরিমাণ ৪.৩৭ ( চার একর সাইত্রিশ শতাংশ ) । কলেজটিতে ১২টি বিষয়ে স্নাতক পর্যায়ে পাঠ দান করা হয় । কলেজ প্রতিষ্ঠা লগ্ন হতেই

উচ্চমাধ্যমিক পর্যায়ে যুক্তিবিদ্যা ও পরবর্তীতে স্নাতক পর্যায়ে দর্শন বিষয় অনুমোদিত হয়। প্রতিষ্ঠা লগ্নে মোঃ মোজাম্মেল হক যুক্তিবিদ্যার প্রফেসর হিসেবে যোগদান করেন । ১৯৭০ সালে এ, ওয়াই,এম ইকরাম –উদ-দৌলাহ খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।